বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় দশটা নাগাদ আখাউড়া চেক পোস্ট হয়ে আগরতলা এসে পৌছান তারা। তাদের অনেকেই আবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন।
চেক পোস্ট থেকে তারা চলে যান ত্রিপুরা রাজ্য অতিথিশালায়। সেখানে বিশ্রাম নেন। পরে তারা ত্রিপুরা সরকারের অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন আর্থিক পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
চেকপোস্টে দাঁড়িয়ে প্রতিনিধিরা জানান, উভয় দেশের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক কি করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব বিষয় সফরে গুরুত্ব পাবে।
আগামী ১১ মার্চ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে অবস্থান করবেন তারা। অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি তারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এসসিএন/জেডএম