বুধবার (৮ মার্চ) আগরতলার মাতঙ্গিনী-প্রীতিলতা সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এস কে যাদব, স্বাস্থ্য দফতরের সচিব জে কে দেববর্মা প্রমুখ।
অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন এলাকার ‘আশা কর্মীরা’ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দফতরের অধীনে যেসব নারী বাড়ি-বাড়ি গিয়ে চিকিৎসা সেবা পৌঁছে দেন। তারা ‘আশা কর্মী’ হিসেবে পরিচিত। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর মহকুমা স্তরে সেরা ‘আশা কর্মীদের’ পুরস্কার দেওয়া হয়।
ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সেরা ‘আশা কর্মীদের’ হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসসিএন/আরআর/টিআই