সোমবার (১৩ মার্চ) ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক অভিযোগ করেন, রাজধানীর আখাউড়া রোড এলাকায় তাদের দলের পতাকা লাগাচ্ছিলেন এক কর্মী। এসময় তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকাগুলো খুলে ফেলে দেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিজেপির কর্মী-সমর্থকরা পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের গাড়িতেও হামলা চালায় তারা। এসময় তৃণমূল কর্মীরা থানার সামনে এলে উভয় দলের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষী। পরে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসসিএন/এএ