ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ধর্মনগরে তৃণমূল ভবনে হামলার অভিযোগ, রাজ্যজুড়ে আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ধর্মনগরে তৃণমূল ভবনে হামলার অভিযোগ, রাজ্যজুড়ে আতঙ্ক হামলার পর তৃণমূল কংগ্রেস অফিসের সামনে কর্মী-সমর্থকরা

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার পর এবার রাজ্যের উত্তর জেলার জেলাসদর ধর্মনগরের তৃণমূল কংগ্রেস অফিস ভবনে হামলার অভিযোগ উঠেছে।

ধর্মনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্ববন্ধু সেন অভিযোগ করে বলেন, সোমবার (১৩ মার্চ) দিনগত রাতে দলীয় কার্যালয়ে তিনি অবস্থানকালে একদল বিজেপি কর্মী-সমর্থক হঠাৎ ভবনটিতে হামলা চালায়।  

এ সময় অফিসের বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকা ও ফেস্টুন।

 

তবে বিশ্ববন্ধু সেন ও কার্যালয়ে অবস্থানকারী দলের অন্য কর্মীরা দ্রুত সরে যাওয়ায় কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে ধর্মনগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে বাংলানিউজকে জানান তৃণমূলের কর্মী শান্তু দত্ত। তিনি জানান, ওই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দলের কর্মী-সমর্থকরা।  

এ বিষয়ে বিজেপি'র ধর্মনগর মন্ডল সম্পাদক শ্যামল নাথ'র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান- বিজেপি কর্মীরা মিছিল করে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা ভবনের ভেতর থেকে কটু মন্তব্য করছিলেন। তখন কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল ভবনে হামলা চালালেও কেউ আহত হননি।

সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যজুড়ে বর্তমানে চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৪,২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।