আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাসিস্টেন্ট হাইকমিশনার সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব ইকবাল হোসেন, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক ও রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ড. দেবব্রত দেবরায় প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। সবশেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কেক কেটে উদযাপিত হয়।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসসিএন/আরআর/এমজেএফ