আগরতলায় গ্রেফতার হাবিব। ছবি: সুদীপ
আগরতলা: ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে জঙ্গি হামলায় যুক্ত থাকার অভিযোগে ত্রিপুরার রাজধানীর যোগেন্দ্রনগর এলাকা থেকে হাবিব মিঞা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২০০৫ সালের ২৮ ডিসেম্বর বেঙ্গালুরুর ইন্ডিযান ইনস্টিটিউট অব সায়েন্সে ওই বোমা হামলার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। তদন্তে নেমে কর্ণাটক পুলিশ জানতে পারে, ওই বিস্ফোরণের সঙ্গে ত্রিপুরার হাবিব মিঞা জড়িত।
তারই ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) বিকেলে কর্ণাটক পুলিশের একটি দল আগরতলায় আসে। পূর্ব আগরতলা থানার সহযোগিতায় রাতে যোগেন্দ্রনগর এলাকায় হাবিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
শনিবার (১৮ মার্চ) পুলিশ তাকে আদালতে তোলে ও ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায়।
তবে অভিযুক্ত হাবিব মিঞার পরিবারের দাবি, সে কোনোভাবেই হামলায় জড়িত নয়। এ নিয়ে আদালত চত্বরে বিক্ষোভও করে তারা।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসসিএন/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।