বীরেন্দ্র দত্তের আত্মবলিদান দিবস উপলক্ষে আলোচনা সভা
আগরতলা: বাংলা ভাষা সংগ্রামী ত্রিপুরার বিশিষ্ট কবি বীরেন্দ্র দত্তের ৪৭তম আত্মবলিদান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় আগলতলা প্রেস ক্লাবে বীরেন্দ্র দত্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান প্রমুখ।
সভায় রাজ্যপাল তথাগত রায় বলেন, ভারত ও বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ স্থল সীমান্ত রয়েছে।
এক দেশ আনন্দে থাকলে অন্যদেশও আনন্দ থাকবে, এক দেশ দুঃখে থাকলে অন্যদেশও দুঃখে থাকবে- এই বিষয়টি ভাবনায় রাখতে হবে।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসসিএন/এসএনএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।