ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নারী সুরক্ষার আহ্বানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
নারী সুরক্ষার আহ্বানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ 

আগরতলা: ত্রিপুরা রাজ্যে সংগঠিত নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এবার সরব হলেন রাজ্যের সচেতন নাগরিক মহল। বিশেষ করে বীণা নামে রাজ্যের এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে সরব হয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
 
 

জরিপ বলছে, ত্রিপুরা রাজ্যে গড়ে প্রতিদিন দু’জন নারী ধর্ষিত হচ্ছেন।

‘এই শহরে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে’, এ আহ্বানকে সামনে রেখে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন শহরের সচেতন নাগরিকরা।

 

কর্মসূচিতে সামিল হন ছাত্র, শিক্ষক, ডাক্তারসহ সমাজের বিভিন্ন পেশা ও নানা স্তরের মানুষ।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর আস্তাবল ময়দানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।