ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

টিপিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আগরতলায় শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
টিপিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আগরতলায় শোভাযাত্রা টিপিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আগরতলায় শোভাযাত্রা

আগরতলা: সংরক্ষণ, বহুস্তরীয় স্বশাসন ও কর্মসংস্থানমুখী স্বনির্ভর অর্থনীতির ভিত্তিতে বিকল্প গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে ত্রিপুরা রাজ্যের আদিবাসী ও পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষদের নিয়ে গঠিত ত্রিপুরা পিপলস পার্টি (টিপিপি)।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (০২ এপ্রিল) দুপুরে আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আদিবাসী নারীরা তাদের চিরাচরিত পোশাক ও গয়না পরে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শুরু হওয়ার আগে টিপিপি’র সম্পাদক প্রবীর সিং সাংবাদিকদের জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের দাবিতে এ দলের জন্ম। এসব মানুষের উন্নয়নে আন্দোলন চালিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।