ঝড়ে উড়ে গেছে টিনের চাল
আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর এলাকার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে বহু ঘরবাড়ি, ভেঙে পড়েছে গাছপালা।
বাসিন্দারা বাংলানিউজকে জানান, সোমবার (০৩ এপ্রিল) দুপুরের পর এলাকার উপর দিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ঝড়ে তছনছ করে ফেলেছে গোটা এলাকা।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শান্তিনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানে বহু ঘর ও গাছপালা ভেঙে পড়েছে।
ঝড়ের কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ও টেলিফোনের পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। বিদ্যুতের তারের উপর গাছের ডালসহ গাছ ভেঙে পড়ায় এ সমস্যা তৈরি হয়েছে।
সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক লাখ রুপি হবে বলেও জানান এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসসিএন/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।