ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বেতন-ভাতার দাবিতে আন্দোলনে ত্রিপুরা জুটমিলের কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বেতন-ভাতার দাবিতে আন্দোলনে ত্রিপুরা জুটমিলের কর্মীরা আন্দোলনরত শ্রমিক-কর্মচারী ও নেতারা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া বেতন-ভাতার দাবিতে ত্রিপুরা রাজ্যে আন্দোলন করছেন জুটমিলের শ্রমিকরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মচারীরা এক হয়ে এই আন্দোলনে নেমেছেন।

সোমবার (০৩ এপ্রিল) রাজ্যের একমাত্র জুট মিলের সামনে এ দাবিতে বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, জুটমিল পেনশনার্স অ্যাসোসিয়েশন ও জুটমিল আইনি পরামর্শ কমিটি।

বকেয়া বেতন-ভাতার দাবিতে এ তিনটি সংগঠনের সদস্যরা দুপুরে আগরতলার হাপানিয়া এলাকার জুটমিলের মূল গেটের সামনে বিক্ষোভে নামেন।

কিছু সময় অবস্থান শেষে তারা উদয়পুর সড়ক অবরোধ করেন। এতে রাস্তায় যানজট দেখা দেয়। পরে অবশ্য আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে এ দিনের মতো অবরোধ তুলে নেন তারা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসসিএন/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।