মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিজেপি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল দেওধর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, দলকে মজবুত করার উদ্দেশ্যে অমিত শাহ দেশের প্রতিটি রাজ্য পর্যবেক্ষণ করবেন এবং প্রতিটি রাজ্যে ১-২ দিন করে অবস্থান করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব দেব ও আইনজীবী সেলের নেতা অরুণ কান্তি ভৌমিক।
বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব জানান, সর্বভারতীয় সভাপতি ত্রিপুরা রাজ্য সফরের আগে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ৭ এপ্রিল রাজ্য নারী মোর্চার মহাকরণ অভিযান। আগরতলার পাশাপাশি ১১ দফা দাবিতে রাজ্যের আটটি জেলাতেই হবে এ কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসসিএন/জিপি/এএ