কর্মচারীরা অভিযোগ করেন, ‘অবস্থা ভালো নয়’ এই অজুহাতে দীর্ঘদিন ধরে টিএমসি’র কর্মচারীদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে কর্মচারীরা একাধিকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
তারা আরও বলেন, কোনো আগাম নোটিশ ও ইন্টারভিউ ছাড়াই অপ্রয়োজনীয় পদে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে।
যেখানে আর্থিক সংকটের কথা বলে পুরাতন কর্মীদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, সেখানে নতুন কর্মী নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্মচারীরা।
এই ধরনের দুর্নীতি বন্ধ না হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন বলেও জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসসিএন/আরআর/আইএ