ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় দামিনী ব্রিগেডের মহাকরণ অভিযান অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
আগরতলায় দামিনী ব্রিগেডের মহাকরণ অভিযান অনুষ্ঠিত

আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের মহিলা মোর্চার দামিনী ব্রিগেডের উদ্যোগে এক মহাকরণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আগরতলায়। 

মহিলাদের উপর শাসক দলীয় ক্যাডারদের দ্বারা আক্রমণ করা হচ্ছে এ অভিযোগে এদিনের এ মহাকরণ অভিযান কর্মসূচি হয়।  

শুক্রবারের (০৭ এপ্রিল) এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি’র সর্ব ভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বিজয়া রাহাতকর, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেবসহ দলের নেতাকর্মী ও সমর্থকরা।

 

আগরতলার কৃষ্ণনগর এলাকার বিজেপি’র দলীয় অফিস থেকে এক মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে কুঞ্জবন এলাকার মহাত্মা গান্ধী ভাস্কর্যের পাদদেশে এলে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়।  

বিজয়া রাহাতকর সংবাদমাধ্যমকে বলেন, এ রাজ্যে গত ১০ মাসে এক হাজারের বেশি নারী অত্যাচারের শিকার হয়েছেন। সব দেখে সরকার ঘুমিয়ে আছে। এজন্য নারীরা সমস্যায় পড়েছেন। এ প্রতিবাদে আজকের এ কর্মসূচি।  

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।