বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্য প্রস্তুত ত্রিপুরা
আগরতলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ-ভারতের মধ্যে ইতিমধ্যে ২২টি চুক্তি সই হয়েছে। আরও বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, চালু হবে নানা প্রকল্প। এর মধ্যে ত্রিপুরা থেকে বাংলাদেশে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এ বিষয়ে এখনও ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ রফতানিকারক সংস্থা ‘ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড’র কাছে ভারত সরকারের তরফে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ নিগমের উচ্চ আধিকারিক সূত্র।
ত্রিপুরা বিদ্যুৎ নিগম সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশে রফতানির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎসহ সব ধরনের পরিকাঠামো ঠিকঠাক রয়েছে।
ভারত সরকারের কাছ থেকে নির্দেশ এলেই ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি শুরু হবে।
এখন প্রতিদিন ত্রিপুরা থেকে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি হচ্ছে। ভবিষ্যতে আরও বিদ্যুৎ পরিবহনের কথা ভাবনায় রেখে তৈরি করা হয়েছিল ৪০০ কেভি ডাবল সার্কিট উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসসিএন/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।