ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার পশ্চিম জেলার সীমান্তে ১৪৪ ধারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ত্রিপুরার পশ্চিম জেলার সীমান্তে ১৪৪ ধারা ত্রিপুরার পশ্চিম জেলার সীমান্তে ১৪৪ ধারা

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার ভারত বাংলাদেশ সীমান্তে ১৪৪ ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন।এ আদেশে পশ্চিম জেলার সদর ও মোহনপুর মহকুমার সীমান্তের ৫শ’ মিটার এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রোববার (০৯ এপ্রিল) রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাতে বলা হয়, প্রতিদিন দিনগত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ বিধিনিষেধ জারি থাকবে।

যা চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। তবে আইন-শৃঙ্খলার কাজে নিযুক্ত পুলিশ, সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রে এটি কার্যকর নয়।

এছাড়া পশ্চিম জেলার পুলিশ সুপার, সদর ও মোহনপুর মহকুমার শাসকের কাছ থেকে অনুমতি প্রাপ্ত ব্যক্তি, সরকারি কাজের জন্য সরকারি কর্মচারী ও জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা এপ্রিল ০৯, ২০১৭
এসসিএন/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।