ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

হুইল চেয়ার ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
হুইল চেয়ার ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে

আগরতলা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ভারতের হরিয়ানা রাজ্যের হিসার শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হুইল চেয়ার ক্রিকেট প্রতিযোগিতা। এতে অংশ নিতে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ভারত পৌঁছেছে। 

সোমবার (১০ এপ্রিল) ত্রিপুরার আখাউড়া সীমান্ত দিয়ে দলটি ভারতে প্রবেশ করে।  

আখাউড়া সীমান্তে তাদেরকে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তরফে অভ্যর্থনা জানানো হয়।

স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের সভাপতি সলিল দেববর্মা প্রমুখ।  

দলে খেলোয়াড়, কর্মকর্তাসহ মোট ২৫ জন সদস্য রয়েছেন।  

এ সময় উপস্থিত ছিলেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের প্রতিনিধিরা। পরে তারা আগরতলা বিমানবন্দর থেকে প্লেনে করে দিল্লি যান। সেখান থেকে গাড়িতে হিসারের পথে রওনা হন।
 
বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।