এই অভিমত সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের। বিজেপি দলের শতকরা হারে ভোট কমার কারণ হিসেবে তিনি বলেন - লোকসভা নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই তারা পূরণ করতে পারেনি।
তিনি আরও বলেন এ বছর মনিপুর বিধানসভা নির্বাচনে শুধুমাত্র তুলনামূলকভাবে বিজেপি ভাল ফল করেছে। তবে এর জন্য তিনি বিজেপি দলকে এর কৃতিত্ব দিতে রাজি নন।
এই বিষয়ে তার মত, দীর্ঘদিন ধরে মনিপুরের ক্ষমতায় থেকেও কংগ্রেস দল মানুষের জন্য কিছু করতে পারেনি তাই মানুষ কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে বিজেপিকে জয়ী করেছে।
তবে বিভিন্ন রাজ্যে বিজেপি জয়ী হলেও ত্রিপুরা রাজ্যে বিজেপি কিছু করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন।
তিনি বলেন আগেও ত্রিপুরা থেকে বামফ্রন্টকে সরাতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও বিজেপি কিছুই করতে পারবে না।
বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) মহাকরণে সাংবাদিকদের কাছে এই মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসসিএন/আরআই