ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে নববর্ষ উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে নববর্ষ উদযাপিত আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে নববর্ষ উদযাপিত

আগরতলা: আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এ উপলক্ষে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ বাংলার বিভিন্ন নতুন ও পুরাতন লোকশিল্পীর গানসহ বাউল গান পরিবেশন করেন।

সঙ্গীতানুষ্ঠানের পর ত্রিপুরা তথা বাংলার বিশিষ্ট বাচিক শিপ্পী শাওলী রায় আবৃত্তি পরিবেশন করেন। আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে নববর্ষ উদযাপিত

উপস্থিত নারীদের নিয়ে অনুষ্ঠিত হয় বালিশ খেলা, পুরুষদের নিয়ে অনুষ্ঠিত হয় চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে হয় বিস্কুট দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তারপর উপস্থিত সবাইকে পান্তা ভাত, ভর্তা দিয়ে বৈশাখী আপ্যায়ন করা হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মোহম্মদ সাখাওয়াত হুসেইন, প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব ইকবাল হোসেনসহ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের কর্মী, তাদের পরিবারের সদস্য ও আগরতলার বিশিষ্ট ব্যক্তিরা।

অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার বাংলানিউজকে বলেন, বাংলার গ্রামীণ ও প্রচলিত ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।