প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে মোট ছয় প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) চেস বক্সিংয়ের ত্রিপুরা রাজ্যের কোচ তথা এবছরের রেফারি অমিত পোদ্দার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিযোগিতায় ভারত ছাড়াও রাশিয়া, জার্মানি, ইতালি, ফ্রান্সসহ মোট ছয়টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। ১৭ এপ্রিল (সোমবার) রাতে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা দলটি রাজ্যে ফিরেছে।
সোনার পদক জয়ীরা হলেন, সীমন্তিনী দাস; তিনি ৬৫ কেজি সাব-জুনিয়র বালিকা বিভাগে সোনা জিতেছেন। সুনিতা দাস; ৬০ কেজি সাব-জুনিয়র বালিকা বিভাগে সোনা জিতেছেন, বিপ্লব গোস্বামী; ৫৮ কেজি জুনিয়র বালক বিভাগে সোনা জিতেছেন।
অপর দিকে রৌপ্য পদক জয়ীরা হলেন, প্রীতম চক্রবর্তী; ৪৩ কেজি বালক জুনিয়র বিভাগ। তন্ময় দেববর্মা; ৫২ কেজি বালক জুনিয়র বিভাগ এবং সুজিত দাস; ৪৬ কেজি জুনিয়র বালক বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন।
গত ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিশ্ব চেস বক্সিং প্রতিযোগিতা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসসিএন/জিপি/আইএ