ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় আইটি পার্কের ভবন উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আগরতলায় আইটি পার্কের ভবন উদ্বোধন আগরতলায় আইটি পার্কের ভবন উদ্বোধন

আগরতলা: আগরতলার ইন্দ্রনগর এলাকায় অত্যাধুনিক সুবিধা সম্পন্ন তথ্য প্রযুক্তি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে এই ভবনের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সুইচ ক্লিক করে ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, স্থানীয় বিধায়ক সুদীপ রায়বর্মণ, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীত সিনহা, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব এম নাগারাজু, ত্রিপুরা সরকারের দক্ষতা বৃদ্ধি মিশনের চেয়ারম্যান এস কে পাণ্ডা, তথ্য প্রযুক্তি দফতরের অধিকর্তা দেবপ্রিয় বর্ধন দফতরের কর্মকর্তারা।

৮৯ হাজার ২শ’ ৯২ বর্গফুট জায়গাজুড়ে ছয়তলা বিশিষ্ট এই ভবন। এটি নির্মাণে খরচ হয়েছে ৫০ কোটি রুপি। ভারত সরকারের সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া এখানে আইটি শিল্প স্থাপন করবে।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।