কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকার ফসলি জমি
আগরতলা: সম্প্রতি কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা।
মন্ত্রী জানান, ঝড় ও বন্যায় অনেক এলাকায় ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খোয়াই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ চার জেলায় ২৪ হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৬ কোটে রুপি হতে পারে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন দফতরের হাতে এসেছে। বিস্তারিত প্রতিবেদন আসার পর ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসসিএন/জিপি/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।