গোবিন্দ মাণিক্যের খ্যাতি ত্রিপুরার গন্ডি ছাড়িয়ে গোটা বাংলায় রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার ছুটে গিয়েছেন উদয়পুরে, তাকে নিয়ে লিখেছেন বিসর্জন নাটক ও রাজর্ষী উপন্যাস।
রাজা গোবিন্দ মাণিক্য ও কবিগুরুর স্মৃতি ধরে রাখতে প্রতিবছর রাজপ্রাসাদ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়। এ বছরও তিন দিনব্যাপী ১৫তম রাজর্ষী উৎসবের আয়োজন করা হয়েছে। ৯ মে শুরু হয়ে এ উৎসব শেষ হবে ১১ মে।
ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম, গোমতী জিলা পরিষদ ও রাজর্ষী উৎসব কমিটির যৌথ উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘ত্রিপুরা ও রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভা, অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণসহ নানা আয়োজন থাকছে।
ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের কার্যক্রমের প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান মন্ত্রী।
গোবিন্দ মাণিক্যের রাজপ্রাসাদ ও ভুবনেশ্বরী মন্দিরের মধ্যে রাজ্য সরকার তৈরি করছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। সেইসঙ্গে সংস্কৃতি চর্চার জন্য প্রাসাদ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে মুক্তমঞ্চ। গোমতী নদী ও তার আশপাশের সৌন্দর্য যাতে দেশ-বিদেশের পর্যটকরা উপভোগ করতে পারেন তার জন্য এখানে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসসিএন/আরআর/এমজেএফ