ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিনামূল্যে ওষুধের দাবিতে আগরতলায় মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ১, ২০১৭
বিনামূল্যে ওষুধের দাবিতে আগরতলায় মিছিল-সমাবেশ

আগরতলা: প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন উত্তর-পূর্বাঞ্চল শাখার উদ্যেগে ভারতজুড়ে বিনামূল্যে ওষুধের দাবিতে রাজধানীর আগতলায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সংগঠনের নেতারা।

সমাবেশে নেতারা ভারতজুড়ে ওষুধের মূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সরকার নিয়ন্ত্রিত ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। সকল সরকারি ও সরকার নিয়ন্ত্রিত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে গুনগত মানসম্পন্ন ওষুধ দেওয়াসহ আরও কিছু দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসসিএন/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।