ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় প্রতিবন্ধী বিবাহ করলে ৫০ হাজার রুপি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মে ৩, ২০১৭
ত্রিপুরায় প্রতিবন্ধী বিবাহ করলে ৫০ হাজার রুপি! ত্রিপুরায় প্রতিবন্ধী বিবাহ করলে ৫০ হাজার রুপি!

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বসবাসরত কোনো প্রতিবন্ধীকে বিবাহ করলে রাজ্য সরকার দম্পতিদের এককালীন ৫০ হাজার রুপি প্রদান করবে।

মঙ্গলবার (০২ মে) ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরে রাজ্য অর্থ, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা বলেন, আগে প্রতিবন্ধী দম্পতিকে ত্রিপুরা সরকার এককালীন ৫ হাজার রুপি প্রদান করতো।

মন্ত্রী আরো বলেন, দম্পতিদের দুজনের মধ্যে একজন প্রতিবন্ধী হলেও এই অর্থ প্রদান করা হবে। আর দুজন প্রতিবন্ধী হলেও আলাদা আলাদাভাবে এ অর্থ পাবে।

এর মধ্যে ৫০ হাজার রুপি বিয়ের খরচের জন্য, ১৫ হাজার রুপি আসবাবপত্র কেনার জন্য এবং বাকি ১৫ রুপি ব্যাংককে আমানত  রাখার জন্য প্রদান করা হবে।
 
রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে সুশীল সমাজসহ খুশি রাজ্যের প্রতিবন্ধী মানুষেরা।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমসি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।