মঙ্গলবার (০২ মে) ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরে রাজ্য অর্থ, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা বলেন, আগে প্রতিবন্ধী দম্পতিকে ত্রিপুরা সরকার এককালীন ৫ হাজার রুপি প্রদান করতো।
মন্ত্রী আরো বলেন, দম্পতিদের দুজনের মধ্যে একজন প্রতিবন্ধী হলেও এই অর্থ প্রদান করা হবে। আর দুজন প্রতিবন্ধী হলেও আলাদা আলাদাভাবে এ অর্থ পাবে।
এর মধ্যে ৫০ হাজার রুপি বিয়ের খরচের জন্য, ১৫ হাজার রুপি আসবাবপত্র কেনার জন্য এবং বাকি ১৫ রুপি ব্যাংককে আমানত রাখার জন্য প্রদান করা হবে।
রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে সুশীল সমাজসহ খুশি রাজ্যের প্রতিবন্ধী মানুষেরা।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমসি/বিএস