৩ ও ৪ মে দিল্লীতে ভারতের সব রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রীদের নিয়ে এক বৈঠক হয়। এই বৈঠকের পৌরহিত্য করেন ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের রাজ্যমন্ত্রী পিযুষ গোয়েল।
বৈঠক শেষে রাজ্যে ফিরে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান তিনি।
মন্ত্রী মানিক দে এসময় জানান, ত্রিপুরা পশ্চিম জেলার সূর্যমনিনগর থেকে আসাম রাজ্যের বঙ্গাইগাও'র জাতীয় গ্রিড পর্যন্ত বিদ্যুৎ পরিবাহী লাইনের দূরত্ব ৬শ' কিলোমিটারেরও বেশি। এই এলাকার বেশির ভাগ অংশ পাহাড় হওয়ায় অনেক সমস্যা হয়। অথচ ত্রিপুরা থেকে বাংলাদেশের ওপর দিয়ে বিদ্যুৎ পরিবাহী লাইন স্থাপন করা হলে মাত্র সাড়ে ৩শ' কিলোমিটার দূরত্বে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব।
ভারতের উত্তরপূর্বাঞ্চল ছাড়া প্রতিটি রাজ্যেই বিকল্প লাইন রয়েছে। তাই বাংলাদেশের ওপর দিয়ে পরিবাহী লাইন স্থাপন করলে এটিকে বিকল্প লাইন হিসেবে ব্যবহার করা যাবে। এর বেশির ভাগ অঞ্চল সমতল হওয়ায় সমস্যা অনেক কম হবে। এই সব বিষয় মাথায় রেখে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর বিদ্যুৎ মন্ত্রীদের পক্ষ থেকে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রী এ প্রস্তাব দেন।
মানিক দে আরো জানান, এই বিষয়ে কথা বলতে প্রতিনিধি দল ঠিক করা হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।
এই বিষয়ে আগে ভারত সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছিল বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসসিএন/এসআই