ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জাতীয় সড়ক পরিদর্শনে ত্রিপুরার রাজ্যপাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২১, ২০১৭
জাতীয় সড়ক পরিদর্শনে ত্রিপুরার রাজ্যপাল জাতীয় সড়ক পরিদর্শনে ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ‘জীবন রেখা’ খ্যাত ৪৪ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনে বের হয়েছেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। আসাম রাজ্যের রাজধানী গৌহাটির সঙ্গে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা হয়ে একেবারে দক্ষিণের শহর সাব্রুম পর্যন্ত পরিদর্শন করবেন তিনি।

প্রতি বছর বর্ষায় আসামের লুয়াইপুয়া এলাকার অংশের রাস্তা খুব খারাপ হয়ে যায়। এমনও অবস্থা হয় যে, গাড়ি চলাচল তো দূর পায়ে হেঁটেও চলাচল করা যায় না।

এ কারণে গত বছর প্রায় এক মাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ত্রিপুরা। পরে জরুরি ভিত্তিতে জাতীয় সড়কটি মেরামত করা হয়।

এ বছর ৪৪ নম্বর জাতীয় সড়কের কী হাল, বর্ষা নামলে রাস্তায় পানি জমবে কিনা তা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে বুধবার (২১ জুন) আগরতলা থেকে জাতীয় সড়ক ধরে আসামের করিমগঞ্জ পর্যন্ত যাচ্ছেন রাজ্যপাথ।

পথে তিনি ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে বিরতি নেন। সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে তিনি আবার করিমগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাতে করিমগঞ্জ পৌঁছে রাত্রিযাপন করে বৃহস্পতিবার ফের আগরতলায় ফিরে আসবেন রাজ্যপাল।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।