পৃথক রাজ্যের দাবির প্রতিবাদ জানিয়ে সোমবার (৩ জুলাই) খোয়াই জেলার কল্যাণপুর এলাকায় এক যৌথ কনভেনশনের আয়োজন করা হয়। ত্রিপুরা গণমুক্তি পরিষদ, আদিবাসী যুব সংগঠন ও আদিবাসী ছাত্র পরিষদ এ কনভেনশনের আয়োজন করে।
কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গণমুক্তি পরিষদের সভাপতি ও রাজ্যের সমবায় দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। তিনি বলেন, জনগণ রাজ্য ভাগের এই চক্রান্ত মেনে নেবে না। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ রাজ্যের ৬০টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করে এই চক্রান্তের জবাব দেবে।
কনভেনশনে তিনটি সংগঠনের রাজ্য স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১০ জুলাই থেকে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় অনির্দিষ্টকালের জন্য ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে আইপিএফটি।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসসিএন/আরআর