ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আইপিএফটির কর্মসূচির প্রতিবাদে আগরতলায় মিছিল ও সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
আইপিএফটির কর্মসূচির প্রতিবাদে আগরতলায় মিছিল ও সভা

আগরতলা: আইপিএফটি'র জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচির প্রতিবাদে আগরতলায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে আগামী ১০ জুলাই থেকে ত্রিপুরার খোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ী এলাকায় ৪৪ নম্বর জাতীয় সড়ক রেলপথ অবরোধ করার পরিকল্পনা নিয়েছে আইপিএফটি দল।

আইপিএফটি দলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে সিপিআই (এম)। এর প্রতিবাদে বৃহস্পতিবার ( ৬ জুলাই) বিকেলে সিপিআই (এম) এর সদর মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে সিটি সেন্টারের সামনে এক পথসভায় মিলিত হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআই (এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।