ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ত্রিপুরা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগরতলা: আগামী ২৪ ঘণ্টায় ত্রিপুরা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। 

পূর্বাভাসে এও বলা হয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।  

পার্শ্ববর্তী রাজ্য আসাম ও মেঘালয়েও এ সময় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এজন্য উভয় রাজ্যকে আবহাওয়া দফতর থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে।  

এদিকে আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে রাজ্যের নিন্মাঞ্চলের লোকজনের মধ্যে শঙ্কা ভর করেছে। কারণ গত কয়েকদিন আগে রাজ্যে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাতে মাছ চাষিসহ সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়।  

ওই ক্ষতি কাটিয়ে না উঠতেই ফের ভারী বর্ষণের পূর্বাভাস কৃষকদের দীর্ঘমেয়াদি ক্ষতিতে ফেলবে। যা তারা সহজে কাটিয়ে উঠতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।