রোববার (১৬ জুলাই) বিকেলে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরার জাতীয় সড়ক ও রেল অবরোধ সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন।
ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে গত সাতদিন ধরে ত্রিপুরার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ চলছে।
ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) এই অবরোধ প্রত্যাহার করার জন্য রাজ্য সরকারের তরফে আইপিএফটি দলের সঙ্গে বৈঠক করা হয়। কিন্তু এই বৈঠকে আইপিএফটি’র পক্ষ থেকে বলা হয়, তাদের দুই প্রতিনিধি দিল্লীতে রয়েছেন। তারা অপেক্ষায় আছেন ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য। আলোচনা না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসসিএন/আরআর