ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পাস-ফেল প্রথা চালুর দাবিতে আগরতলায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
পাস-ফেল প্রথা চালুর দাবিতে আগরতলায় মিছিল

আগরতলা: ভারতে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল প্রথা চালুর দাবিতে সোমবার (১৭ জুলাই) ত্রিপুরার শিক্ষা দফতরের মন্ত্রীর কাছে স্মরাকলিপি দিয়েছে অল ইন্ডিয়া ডিএসও।

সংগঠনের সদস্যারা প্রথমে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে ও রাজধানীর কুজবন এলাকার বুদ্ধ মন্দির সংলগ্ন স্থানে রাস্তা পাশে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তীর হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

ভারতে এখন প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথা নেই।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসসিএন/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।