ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা সফরে কেন্দ্রীয় সড়ক প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আগরতলা সফরে কেন্দ্রীয় সড়ক প্রতিমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সফরে গেছেন ভারত সরকারের জাতীয় সড়ক ও পরিবহন, কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার প্রতিমন্ত্রী মনসুক এল মন্দাভিও।

শনিবার (২২ জুলাই) দিল্লি থেকে প্লেনে আগরতলা পৌঁছান তিনি।  

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানীতে পৌঁছেই প্রতিমন্ত্রী সোজা চলে যান মহাকরণে।

সেখানে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।  

সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একে অপরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে কিছুক্ষণ একান্তে কথা বলেন তারা।
 
মুখ্যমন্ত্রীর অফিস থেকে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চলে যান রাষ্ট্রীয় অতিথিশালায়। সেখানে তিনি রাজ্য সরকারের পূর্ত দফতরসহ অন্যান্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
 
তবে তিনি ত্রিপুরা সফরের বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী।  

সূত্র বলছে, ত্রিপুরায় জাতীয় সড়কের হাল-হকিকত জানতে রাজ্য সফর করছেন প্রতিমন্ত্রী। ৪৪ নম্বর জাতীয় সড়কও ঘুরে দেখার কথা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।