ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলার ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আগরতলার ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সরকার-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলায় প্রায় ২৫ হাজার মানুষ বন্যা দুর্গত। তাদের অনেককেই ত্রাণ শিবিরে আনা হয়েছে। রোববার ( ১৩ আগস্ট) ত্রাণ শিবির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি দয়াল আনন্দ স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করেন। এই স্কুলে ৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

 

মুখ্যমন্ত্রী তাদের কী, কী সমস্যা হচ্ছে তা জেনে দ্রুত সমাধানের জন্য তার সঙ্গে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেন।  

প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে খাবার, পানিসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।  

এদিকে খয়েরপুর এলাকা থেকে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে। এদিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। তিনি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।