ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ককবরক সাহিত্যিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আগরতলায় ককবরক সাহিত্যিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি আগরতলায় ককবরক সাহিত্যিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

আগরতলা: ত্রিপুরা রাজ্যের জনজাতির অন্যতম প্রধান ককবরক ভাষার কিংবদন্তী সাহিত্যিক সুধন্য দেববর্মার প্রয়াণ দিবস পালিথ হয়েছে আগরতলায়।

সোমবার (১৪ আগস্ট) আগরতলা টাউন হলে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের ককবরক সাহিত্যের অন্যতম প্রতিষ্ঠিত লেখক নন্দ কুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুড়াসিং, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ককবরক ভাষা বিভাগের অধ্যাপিকা মৃণালিনী জমাতিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রথমে প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বক্তব্য রাখতে গিয়ে তার জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

ককবরক সাহিত্য একাডেমির উদ্যোগে এ বছরই প্রথম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার পর ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি ককবরক ভাষাবাসী মানুষ রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।