সোমবার (১৪ আগস্ট) আগরতলা টাউন হলে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের ককবরক সাহিত্যের অন্যতম প্রতিষ্ঠিত লেখক নন্দ কুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুড়াসিং, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ককবরক ভাষা বিভাগের অধ্যাপিকা মৃণালিনী জমাতিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রথমে প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
ককবরক সাহিত্য একাডেমির উদ্যোগে এ বছরই প্রথম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার পর ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি ককবরক ভাষাবাসী মানুষ রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসসিএন/এমজেএফ