ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারতজুড়ে ২২ আগস্ট ব্যাংক কর্মকর্তাদের ধর্মঘট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ভারতজুড়ে ২২ আগস্ট ব্যাংক কর্মকর্তাদের ধর্মঘট  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা):  পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নামে কর্মচারীসহ অন্যান্য খাতে ভারত সরকার সার্ভিস চার্জ বাড়ানোর প্রতিবাদে আগামী ২২ আগস্ট (মঙ্গলবার) পুরো ভারতে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস।
 

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে সমর্থন দিয়েছে ত্রিপুরা রাজ্য কমিটিও।  

বৃহস্পতিবার (১৬ আগস্ট) আগরতলার কর্নেল চৌমুহনী এলাকার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের নেতারা বলেন, ২২ আগস্টের (মঙ্গলবার) আগে পর্যন্ত প্রতিদিনই আগরতলায় এ বিক্ষোভ কর্মসূচি চলবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।