ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার দক্ষিণ জেলায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ত্রিপুরার দক্ষিণ জেলায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন  মার্কেটের উদ্বোধন-ছবি-বাংলানিউজ

আগরতলার: ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী আর ডি ব্লকের অধীনে তিনটি এডিসি ভিলেজে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারমেন দয়াল গুহ, জোলাইবাড়ী ব্লক আধিকারিক সুভাষ দত্ত, এস ডি এফ ও বিশ্বজিৎ দাস, সি ডি পি ও জোলাইবাড়ী ও অন্য কর্মকর্তারা।

 

চারটি অঙ্গনওয়ারি সেন্টারের ফলক উন্মোচন করা হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জনগণের জন্য সেগুলো উন্মুক্ত করা হয়।  

এর পাশাপাশি নবনির্মিত দুইটি মার্কেটের স্টলের চাবি বেকারদের হাতে তুলে দেওয়া হয়।  

এতে জোলাইবাড়ী ব্লকের অধীন গ্রামগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগবে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।