এ উৎসবে প্রতিবছরের মতো এবারও রয়েছে জেলা ভিত্তিক মনসা মঙ্গল প্রতিযোগিতা, দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও নৌকাবাইচ প্রতিযোগিতা।
রুদ্রসাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতি, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর, মেলাঘর পুরপরিষদ এবং ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবকে সফল করে তোলার জন্য ইতোমধ্যে একটি বৈঠক করে কমিটি গঠন করা হয়েছে বলে বাংলানিউজকে জানান রুদ্র সাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতির সম্পাদক সত্যবান দাস।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসসিএন/এএটি/