ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা

আগরতলা: রাস্তা সংস্কারের দাবিতে সরকারি কর্মচারীদের ভেতরে রেখে পঞ্চায়েত অফিসে তালা ঝুলালেন এলাকার একাংশ বাসিন্দা।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। ত্রিপুরার সিপাহীজলা জেলার কেমতলী গ্রামপঞ্চায়েত তিন নম্বর ওয়ার্ডে যাওয়ার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।

সামন্য বৃষ্টি হলেই পানি-কাদায় একাকার হয়ে যায়। এতে এলাকাবাসীর চলা-ফেরায় খুব সমস্যা হয়।
 
তাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার পঞ্চায়েত থেকে নলছড় ব্লকে ডেপুটেশন দিয়েও কোনো কাজ হয়নি।

লোকজন ক্ষোভে স্থানীয় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। এভাবে তালাবন্ধ অবস্থায় থাকতে হয় সরকারী কর্মচারীদের। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ছুটে যান নলছড় ব্লকের বি ডি ও রূপ রঞ্জন দাস। তিনি ক্ষুব্দ লোকদের আশ্বাস দেন আগামী দুইদিনের মধ্যে রাস্তার সংস্কার করা হবে। পরে তালা খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।