মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। ত্রিপুরার সিপাহীজলা জেলার কেমতলী গ্রামপঞ্চায়েত তিন নম্বর ওয়ার্ডে যাওয়ার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।
তাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার পঞ্চায়েত থেকে নলছড় ব্লকে ডেপুটেশন দিয়েও কোনো কাজ হয়নি।
লোকজন ক্ষোভে স্থানীয় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। এভাবে তালাবন্ধ অবস্থায় থাকতে হয় সরকারী কর্মচারীদের। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ছুটে যান নলছড় ব্লকের বি ডি ও রূপ রঞ্জন দাস। তিনি ক্ষুব্দ লোকদের আশ্বাস দেন আগামী দুইদিনের মধ্যে রাস্তার সংস্কার করা হবে। পরে তালা খুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসসিএন/আইএ