ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র আগরতলার বিবিএমসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র আগরতলার বিবিএমসি পুলিশের সঙ্গে এবিভিপি সদস্যদের সংঘর্ষ-ছবি-বাংলানিউজ

আগরতলা: কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী আগরতলার বীর বিক্রম ম্যামোরিয়াল কলেজ (বিবিএমসি)।  

বুধবার (৬ সেপ্টেম্বর) বিবিএমসি-তে ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে যায় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা। এসময় পুলিশ তাদের বাধা দেয়।

 

এবিভিপি সদস্যদের অভিযোগ, সংগঠনের উত্তরীয় গায়ে দিয়ে মনোনয়পত্র জমা দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।  

পুলিশের অভিযোগ, এবিভিপির সদস্যরা কাউন্সিল ভবনে ব্যাপক ভাংচুর চালায়।  

এবিভিপি সমর্থকরা অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতমূলক আচরণ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এবিভিপি সমর্থকদের ভয়ভীতি দেখিয়েছে স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) এবং ট্রাইবাল স্টুডেন্টস ইউনিটির (টিএসইউ) সমর্থকরা।  

তবে এ ঘটনায় এসএফআই ও টিএসইউ'র কোনো সদস্যকে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।