শনিবার (৯ সেপ্টেম্বর) বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের পাঠানো এক প্রেস রিলিজে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসাম রাজ্যের গৌহাটি থেকে একটি ট্রাকে করে নিষিদ্ধ কফ সিরাপের বড় একটি চালান আগরতলায় আসছে।
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের ৪৪ নম্বর জাতীয় সড়কে ৭ ব্যাটালিয়ান বিএসএফ সদস্যরা শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজ্যের ঊনকোটি জেলার নালকাটা এলাকায় তল্লাশি চালায়। এ সময় একটি আলু বোঝাই ট্রাক থেকে ৪০ হাজার ৫শ' বোতল ফেনসিডিল ও ২২ হাজার ৪শ’ বোতল এফ-কাফ সিরাপ জব্দ করা হয়। পাশপাশি ৫ হাজার ২শ' ৫০ কেজি আলুসহ ট্রাকটিকে জব্দ করা হয়। এ সময় ট্রাকের মালিক বিমল পাল ও চালক রূপক নাথকে আটক করা হয়।
এদিনের অভিযানে জব্দ করা ট্রাক, আলু ও মাদকের বাজার মূল্য প্রায় ৭৩ লাখ ৩৫ হাজার ১শ' ৫০ রুপি বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসসিএন/জিপি