ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ত্রিপুরায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক ৪ ত্রিপুরায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুই সরকারি কর্মচারীসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ সেপ্টেম্বর) ধলাই জেলার আমবাসা মহকুমার বাউলিয়া বস্তির সুরেন্দ্র দেবর্মার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে আমবাসা থানার পুলিশ।

আমবাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুরেন্দ্র দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ সিরিঞ্জ, ড্রাগস সেবনের ফয়েল পেপার, লাইটার ও একটি ছোট গাড়ি (এএস ১১বি-৭৮৯১) থেকে ব্রাউন সুগার জব্দ হয়।

এসময় সুরেন্দ্রসহ আর তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, নেশা সামগ্রী, অন্যান্য সরঞ্জামসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৫০হাজার রুপি।

আটক চারজনের মধ্যে দু’জন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের কর্মী বলেও জানান ওসি বাবুল দাস।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।