রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত ভাগলপুর গ্রামে মাটি কেটে কমিউনিটি টয়লেটের সূচনা করলেন তিনি।
এর আগে ওই এলাকায় ‘স্বচ্ছতাই সেবা’ নামে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস আলুওয়ালীয়া।
এ সময় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকসহ স্থানীয় পঞ্চায়েতের নির্বাচিত জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে এলাকায় একটি কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের সূচনা হয়। মাটি কেটে কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের সূচনা করেন আলুওয়ালীয়া।
মন্ত্রী ছাড়াও টয়লেট নির্মাণ কাজে হাত লাগান পশ্চিম জেলার সভাধিপতি দিলীপ দাস সহ অন্যান্য সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিরাও।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসসিএন/এমএ