সোমবার(১৮ আক্টোবর) নিজ বিধানসভার অন্তর্গত বিটারবন এলাকায় যাওয়ার পথে তিনি সিপিআই (এম) দলের দুস্কৃতিদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি বিপ্লব কুমার দেব।
এ ঘটনায় কয়েকজন দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন বিজেপির এ নেতা।
বিধায়কের ওপর হামলার ঘটনার জন্য স্থানীয় রামনগর ফাঁড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকেলে বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির অফিসে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানানো হয়েছে।
ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারের চাকরি নীতির সমালোচনা করে তিনি বলেন, তারা ভারতের সংবিধান না মেনে দলীয় লোকদের চাকরি দিচ্ছেন। তাই কোর্টে গেলেই এ চাকরি চলে যাচ্ছে। ত্রিপুরা সরকার ১০হাজার ৩২৩জন শিক্ষকের চাকরি দিয়ে ছিলো কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এ চাকরিকে বেআইনি বলে ঘোষণা করেছেন।
সম্প্রতি ত্রিপুরা সরকার আরও নতুন ১২হাজার পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু এর বিরুদ্ধেও এক যুবক সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছেন। সুপ্রিমকোর্ট এ মমলা তালিকাভুক্তও করেছেন।
এখন ওই যুবকে শাসক দলের কর্মীরা ভয়-ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি।
তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সব সরকারি কর্মচারিদের ভারত সরকারের হারে বেতন দেওয়া হবে ও সংবিধান মেনে বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সহ সভাপতি সুবল ভৌমিক, আশিষ সাহা, অরুনকান্তি ভৌমিক ও ডা. অশোক সিনহা।
লাঞ্ছিতের ঘটনা বিধায়ক সুদীপ রায়বর্মণকে জিজ্ঞাসা করলে তিনি জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বিটারবন এলাকায় শাসক দলীয় দুষ্কৃতি বিজেপি অফিস দখলের চেষ্টা চালায়। এ খবর শুনে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে গেলে তার উপর ইট, পাথর নিক্ষেপ করা হয়। এসময় বিজেপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। গোটা ঘটনা পুলিশের সামনে হলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিলো বলেও অভিযোগ করেন সুদীপ রায়বর্মণ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসসিএন/ওএইচ/