ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিপুরায় সাংবাদিক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিপুরায় সাংবাদিক খুন সাংবাদিক শান্তনু ভৌমিক

আগরতলা: মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালো ত্রিপুরা রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তাকে।

প্রতিদিনের মতো বুধবার (২০ সেপ্টেম্বর) সকালেও শান্তনু আগরতলার এক ক্যাবল টিভি চ্যানেলের জন্য সংবাদ সংগ্রহ করতে বের হন। পশ্চিম জেলার মান্দাই এলাকায় আইপিএফটি ও জিএমপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করছিলেন।

কিন্তু সেখানে গেলে আইপিএফটি কর্মীরা তাকে নির্মমভাবে আঘাত করে বলে অভিযোগ।  

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে পাঠায় সেখানে কর্তব্যরত পুলিশ ও সাধারণ জনতা।

জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন তার সহকর্মী সিনিয়র সাংবাদিক সুবীর সেনগুপ্ত।  

তার মৃত্যুতে শোকাহত ত্রিপুরা রাজ্যের গোটা সাংবাদিক মহল।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।