ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গাঁজা ও শাড়ি জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ত্রিপুরায় গাঁজা ও শাড়ি জব্দ জব্দ করা ড্রামে ভর্তি গাঁজা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও শাড়ি জব্দ করা হয়েছে। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ রুপি।

এগুলো বাংলাদেশে পাচারের জন্য জড়ো করা হয়েছিলো বলে বিএসএফ'র পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়।

বিএসএফর কলমচৌড়া বিওপির ৭৪ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এবং কলমচৌড়া থানার পুলিশ কলমচৌড়া গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় চোরাচালানের জন্য লুকিয়ে রাখা ১শ' ৪৪ কেজি গাঁজা জব্দ কর‍া হয়। গাঁজা ড্রামে ভরা ছিল।  জব্দ করা গাঁজার বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার রুপি।  

অন্যদিকে বক্সনগর বিওপি'র বিএসএফ ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ১২০ পিস শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৬০ হাজার রুপি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।