বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে রাজ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২০ অক্টোবর) রাত থেকে রাজধানী আগরতলাসহ উত্তরের কৈলাসহর, ধর্মনগরসহ বেশ কিছু এলাকায় ভারী বর্ষণ হচ্ছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে রাজ্যের ঊনকোটি জেলার অন্তর্গত কৈলাসহ পুরপরিষদের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির পানি দাঁড়িয়ে আছে। পুরপরিষদের বেশীর ভাগ ওয়ার্ডের রাস্তা পানির তলায়। অপেক্ষাকৃত নিচু বাড়িতে পানি ঢুকেছে। পুরবাসীদের অভিযোগ, পুরপরিষদ কর্তৃপক্ষ্যের উদাসিনতায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তাদের অভিযোগ পুরপরিষদ নাগরিক পরিষেবার দিকে গুরুত্ব দিচ্ছে না। নিকাশি ড্রেন বছরের পর বছর ধরে পরিষ্কার করা হচ্ছে না তাই ময়লা আবর্জনা জমে আছে ড্রেনে। এছাড়া ড্রেনগুলো নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে। ফলে সামান্য বৃষ্টি হলে নোংরা পানি রাস্তাসহ বাড়ি-ঘরে প্রবেশ করে। যার জেরে পুরপরিষদের জনপ্রতিনিধিসহ কর্মকরাদের বিরুদ্ধে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি দ্রুত সমস্যার সমাধানের।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দু'দিনও রাজ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেই সঙ্গে হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসসিএন/এএটি