বুধবার (২৫ অক্টোবর) দিল্লি থেকে উড়োজাহাজযোগে আগরতলা এসে পৌঁছান তিনি।
বর্তমানে তিনি রাজ্যের অতিথিশালায় অবস্থান করছেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী ড. বীরেন্দ্র সাংবাদিকদের বলেন, উত্তর-পূর্ব ভারত গুরুত্বপূর্ণ একটি অংশ। স্বাধীনতার পর দেশের এ অংশের যে হারে উন্নতি হওয়া কথা ছিল তা হয়নি। বর্তমান বিজেপি সরকার এ অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছে তাই প্রতি সপ্তাহে দিল্লি থেকে মন্ত্রীরা এসে উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
ত্রিপুরার নির্বাচন প্রসঙ্গে ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, সারাদেশে এখন বিজেপির জোয়ার চলছে। এখানে আগামী নির্বাচনে বিজেপি সরকার গঠিত হবে।
পরে প্রতিমন্ত্রী ড. বীরেন্দ্র কুমার ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের সচিব ও ডিরেক্টরদের সঙ্গে জরুরি এক বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি সিপাহীজলা জেলার বসনগর ব্লকের নির্মাণাধীন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, স্কুল ও আবাসন প্রকল্পের কাজ ঘুরে দেখেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রতিমন্ত্রী ড. বীরেন্দ্র কুমার গোমতী জেলার উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন। সেখান থেকে ফিরে একাধিক অনাথালয় পরিদর্শন করবেন। পরে তিনি বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে করবে। সম্মেলন শেষে তার রাজ্য ত্যাগ করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসসিএন/আরআইএস/