ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা-আখাউড়া রেলপথের নির্মাণকাজ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আগরতলা-আখাউড়া রেলপথের নির্মাণকাজ শুরু রেলপথের নির্মাণকাজ শুরু-ছবি-বাংলানিউজ

আগরতলা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগরতলা-আখাউড়া রেললাইন স্থাপনের কাজ শুরু হলো। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে আগরতলা রেলস্টেশনের পাশে বাধারঘাট এলাকায় ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়েছে।  

ভারতীয় রেলওয়ের নির্মাণ সংস্থা এই রেল প্রকল্পের ভারতীয় অংশের কাজের দায়িত্ব পেয়েছে।

আগরতলা-আখাউড়া ভারত-বাংলাদেশ রেলপথের মোট দূরত্ব ১৫ কিলোমিটার। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে পড়েছে ৫কিলোমিটার ও বাকি ১০ কিলোমিটার বাংলাদেশে।  

আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে ৪৪ নম্বর মহাসড়কের উপর হয়ে নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে রেললাইন। ভারতীয় অংশে রেলপথ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার রেলপথ উড়াল সেতুর উপর দিয়ে যাবে। বাকি দেড় কিলোমিটার রাস্তা হবে মাটিতে।  

বাংলাদেশের দিকের ১০কিলোমিটার রেলপথ নির্মাণ করবে বাংলাদেশ রেলওয়ে। এই কাজে পরামর্শদাতা হিসেবে কাজ করবে ভারতীয় রেলের নির্মাণ সংস্থা ইরকন বলে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে।

আগরতলা-আখাউড়া রেলপথের নির্মাণকাজ শুরু হওয়ায় ত্রিপুরাবাসীর মধ্যে খুশির আমেজ বইছে। এই রেলপথ চালু হলে এক দেশ থেকে মানুষ যেমন অন্য দেশে সহজেই আসতে পারবে তেমনি আশুগঞ্জ বন্দর থেকে ট্রেনে করে পণ্য খুব সহজে ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে নিয়ে যাওয়া সম্ভব হবে।

২০১৮ সালের শেষ অথবা ২০১৯ সালের শুরুর দিকে এই রেলপথ চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।