ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ধসে যাওয়া পাহাড় দেখতে জনতার ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ধসে যাওয়া পাহাড় দেখতে জনতার ভিড় ধসে যাওয়া পাহাড়-ছবি-বাংলানিউজ

আগরতলা: আচমকা পাহাড়ে ফাটল ধরে তলিয়ে যাওয়ার ঘটনায় ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (২৭ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এলাকায় পাহাড় ধসে পড়ে।  

এলাকাবাসী জানান, সেদিন কোনো ভূমিকম্প বা বৃষ্টি হয়নি।

এমন ঘটনা এলাকার মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।

পূজার্চনা করছেন কেউ কেউ-ছবি-বাংলানিউজএ খবর ছড়িয়ে পড়তে এখন প্রতিদিন শত শত মানুষ পাহাড়ে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ পাহাড়ের পাশে পূজার্চনা শুরু করেছেন।  

তবে অনেকে অভিযোগ করেছেন, এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। তাই মানুষের মধ্যে কুসংস্কার বাড়ছে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।